বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

আব্দুর রহমান, সাতক্ষীরা:   |   রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

“আসুন কমাই সেবার ব্যবধান” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারে প্রতিবছর ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও বেশিরভাগ রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে নি:স্ব হয়ে যায়।

এজন্য সকলকে সচেতন হতে হবে। তামাক, বিড়ি-সিগারেট ও মাদক সেবনের কারণে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে
সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে খাদ্য অভ্যাস এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামাজিকভাবে সচেতনতা গড়ে
তুলতে হবে। তাহলে ধীরে ধীরে এটা নির্মূল হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস প্রমুখ।

এসময় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক কাজী
আকতার হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল,
রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য আশরাফুল করিম ধনী,
অফসোনীন ফার্মার এক্সিকিউটিভ রাসেল মাহমুদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার
সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. মোখলেসুর রহমান, বিএম এর সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল
সার্জন ডা. এস জেড আতিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হকসহ ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপ¯’াপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব
ব্রাইট। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।

Facebook Comments Box

Posted ৩:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins