
স্টাফ রিপোর্টার ও নরসিংদী জেলা প্রতিনিধি: | বুধবার, ১৬ নভেম্বর ২০২২ | প্রিন্ট
নরসিংদী শহর সমাজসেবা কার্যালয় অডিটরিয়ামে ‘সমন্বয় পরিষদ’ শহর সমাজ সমাজসেবা কার্যালয় নরসিংদী নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস প্রধান অতিথি, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নঈম জাহাঙ্গীর ও নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন মো. রেজাউল করিম।নরসিংদী শহর সমাজ সমাজসেবা কার্যালয় ‘সমন্বয় পরিষদ’র সভাপতি মো. মতিউর রহমান জাকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নরসিংদী শহর সমাজ সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ও ‘সমন্বয় পরিষদ’র সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। প্রধান অতিথি মাসুদুল হাসান তাপস গঠনমূলক আলোচনা করেন ও সমাজসেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করেন। নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যগণ হলেন, সভাপতি মো. মতিউর রহমান জাকির, সহ-সভাপতি ডা. এম এ হান্নান, মোঃ মোস্তফা কামাল তপন, সহ-সভাপতি (সংরক্ষিত মহিলা) ফাহিমা খানম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সংগঠনিক সম্পাদক ডা. বিউটি সরকার, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর খন্দকার, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক আক্তার বেগম, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কার্যনির্বাহী সদস্য নাবিলা নুঝাত, কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন সরকার, ইয়াসমিন সুলতানা, সুরভী আফরোজ, আফরোজা সুলতানা। কাজল নির্বাহী কমিটির সদস্যগণ বক্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রধান অতিথি কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সভার সমাপনী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিউটি সরকার ও ফাহিমা খানম। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সবার পরিসমাপ্তি ঘটে।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।