
এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারী সোমবার। ২৬ ফেব্রুয়ারি রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
ইতোমধ্যে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ক্রীড়া সংস্থা। প্রেস ব্রিফিংয়ে ক্রীড়ামোদী, স্কুল-কলেজ ছাত্র ছাত্রী সহ জেলার সকলকে উক্ত খেলা উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাহেলা আক্তার এবং সাধারণ সম্পাদক মনিক দত্ত।
২৭ ফেব্রুয়ারি জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার ফুটবল দল নিয়ে গঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেবেন শেরপুর পৌরসভা বনাম নালিতাবাড়ী পৌরসভা ফুটবল দল।
পরে পর্যায়ক্রমে ২৮ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলা বনাম শেরপুর সদর উপজেলা, ১মার্চ নকলা পৌরসভা বনাম শ্রীবরদী উপজেলা, ২মার্চ নকলা উপজেলা বনাম নালিতাবাড়ী পৌরসভা, ৩ ও ৫ মার্চ সেমিফাইনাল শেষে আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ করবেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত করার কথা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। সভাপতিত্ব করবেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।
প্রেস ব্রিফিং শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়াধীন বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে শেরপুরের ৭৯জন
ক্রীড়াবিদ /ক্রীড়া সেবীদের মাঝে করোনা কালীন বিশেষ অনুদানের ৫ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার ইউনুস, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ সরকার সহ জেলার ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।