
খন্দকার আমির হোসেন: | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব এর সাথে শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিবপুর উপজেলার প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তর এবং শিবপুরের সাধারন জনগণের বিভিন্ন সেবা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
এসময় শিবপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও শাহ মো: সজীব বলেন, শিবপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারের নিয়মনীতির মাধ্যমে ভালোকিছু করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।