
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে গাঁও সংঘের উদ্যোগে ২ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জজ কোর্টের সাবেক পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট এম.এ হান্নান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিরা হলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ড. শাহনওয়াজ দিলরুবা খান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, ঢাকা জেলার দায়রা জজ আদালতের এডিশনাল পি.পি এড. মো. এনামূল হক খান (এনাম)।
সমাজে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক দীর্ঘ আলোচনা ও বক্তব্য শেষে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধিত অতিথিরা বক্তব্যে ছোটবেলার স্কুল জীবন স্মৃতিচারণায় গ্রামীণ জীবন থেকে শহর জীবনের নানা দিক তুলে ধরেন। ড. শাহনওয়াজ দিলরুবা খান বলেন, এই গ্রামে আমাদের জন্ম। আমাদের বেড়ে ওঠা। এখান থেকে অনেক জ্ঞানীগুণীর জন্ম হবে। আজকে আমরা অতিথি এটা একটা গর্বের বিষয়। নিজের জন্মস্থানে নিজে এমন একটি সম্মান পাওয়া গর্বের। ছোটবেলার আনন্দময়, স্কুলের জীবন খুবই উপভোগ্য ছিল। সেইসব দিনের সুখকর স্মৃতির স্মরণে আজকে সবাইকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, কাস্টমসের অতিরিক্ত কমিশনার হাছান মুহাম্মদ তারেক রিকাবদার, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুদ্দীন দরজী প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।