
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১২ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সকাল ৮ টায় শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। পরে উপজেলা পরিষদের মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবেন উপজেলা প্রশাসন।
এ সময় অন্যান্যের মাঝে থানার ওসি আফজাল হোসাইন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, জামায়াতে ইসলামীর আমীর মুস্তাফিজুর রহমান কাওসার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত,উপজেলা কৃষি অফিস মোহাম্মদ বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।