
খন্দকার আমির হোসেন” | বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিশেষ যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে দল থেকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেনী কক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: হারুনুর রশীদ খানকে তার নিজ বাসায় দূর্বৃত্তরা গুলি করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নামে মামলা হওয়ায় দলের নেতাকর্মিরা তাকে বহিষ্কারের প্রস্তাব রাখেন।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এই প্রস্তাব নিয়ে জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের সাথে আলোচনা সাপেক্ষে সাংগঠিনক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সভায় বক্তাগণ আলহাজ্ব হারুনুর রশিদ খানকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রত্যাহারের জোর দাবি জানিয়ে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
Posted ২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।