
| শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা পৌর শহরে বাংলা ঢং ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও আগের দিন রান্না করে তা ফ্রিজে সংরক্ষণ করে ক্রেতাদের পরিবেশন করার অপরাধে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার। তার সাথে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার জানান, এটি ভেজালবিরোধী ধারাবাহিত অভিযানের অংশ। এ ধরনের অভিযান আগামীতেও চলবে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।