
শাহরিয়ার আহমেদ পরাগ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেনকে (৪৫) চেক প্রতারণার মামলায় গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। বুধবার (২৩ আগস্ট) বিকেলে তাকে নরসিংদী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মডেল থানা সূত্রে জানা যায়, গত বছর কামাল হোসেন নামের একজন বাদী হয়ে ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেনের বিরুদ্ধে ৩০ লাখ টাকার একটি চেক প্রতারণার মামলা করেন। ওই মামলায় নরসিংদী দায়রা জজ (১ম আদালত) চলতি বছরের ১৭ সেপ্টেম্বর তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
জানা যায়, ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন ইটভাটা ব্যবসায়ী। কামাল হোসেন তার ইটভাটায় নিয়মিত কয়লা দিতেন। ওই কয়লার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চেক প্রতারণা করেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান , তার (আব্দুল মোমেন) বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।