
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল আহাদ শেখ বাবুকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক এবং মমতাজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবীন্দ্রনাথ চক্রবতীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপ-দপ্তর সম্পাদক প্রদীব কুমার প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৮:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।