বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহী-১ আসনে নির্বাচনী লড়াইয়ে অধ্যাপক মুজিবুর রহমান শাসক নয়,সেবক হতে চান

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রাজশাহী-১ আসনে নির্বাচনী লড়াইয়ে অধ্যাপক মুজিবুর রহমান শাসক নয়,সেবক হতে চান

​আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো: মুজিবুর রহমান। ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ সমর্থিত প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যেই তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা পেয়েছেন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে জোরদার প্রচারণা শুরু করেছেন।

​১৯৫৫ সালের ১ জানুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলাতুলি গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মুজিবুর রহমান। ১৯৭০ সালে গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে এসএসসি পাস করেন তিনি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন। আরবি ও ফারসি ভাষায় ডিপ্লোমাধারী এই শিক্ষাবিদ বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হলেও শিক্ষকতা ও ইসলামি আন্দোলনকে পেশা হিসেবে বেছে নেন।

​দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ​অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে তিনি রাজশাহী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ​বর্তমানে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি (২০০২-২০১৪)। ​নির্বাচনী জনসভাগুলোতে অধ্যাপক মুজিবুর রহমান তাঁর ভিশন তুলে ধরছেন। তাঁর প্রধান লক্ষ্যগুলো হলো ​কুরআন ভিত্তিক রাষ্ট্র সংসদ ও বিচার বিভাগকে কুরআনের আইনের আলোকে ঢেলে সাজানো।

​সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গোদাগাড়ী ও তানোর এলাকাকে সব ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের হাত থেকে রক্ষা করা। ​কৃষক উন্নয়ন বরেন্দ্র অঞ্চলের সেচ সমস্যা সমাধান ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। ​তাঁর মূল নির্বাচনী স্লোগান আমরা জাতির শাসক হবো না, সেবক হবো। ​তথ্য সুত্রে জানা যায়,তিনি গোদাগাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা, তানোরের ‘আল মাদ্রাসাতুল ইসলাহিয়া’ এবং গোদাগাড়ীর ‘মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি একজন বিশিষ্ট লেখক। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে – ​জামায়াতের সংসদীয় ইতিহাস .​আখেরাতের প্রস্তুতি.​দাওয়াতী কাজ না করার ভয়াবহ পরিণতি ​রমজান ও রোজা।​​ অধ্যাপক মুজিবুর রহমান বর্তমানে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি সুশাসন ও ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins