বুধবার ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ কর্তৃক গবেষণা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আশিকুর রহমান সরকার   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ কর্তৃক গবেষণা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সফলভাবে “Research Methodology” শীর্ষক একটি তথ্যবহুল ও প্রেরণাদায়ক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারটিতে একাডেমিক উৎকর্ষতা ও পেশাগত সাফল্যের ভিত্তি হিসেবে শক্তিশালী গবেষণা দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের গবেষণামূলক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

সেমিনারের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের CARASS-এর সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীষ। তিনি আধুনিক গবেষণা কৌশল, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং কার্যকর একাডেমিক গবেষণার বাস্তব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর বাস্তবভিত্তিক উপস্থাপনা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নাইমুল রাজ্জাক। তাঁর দক্ষ সঞ্চালনায় পুরো সেশনটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে। সেমিনারে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে এবং ফলপ্রসূ আলোচনায় যুক্ত হয়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সম্মানিত বক্তা ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে এ ধরনের একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins