ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আসন্ন গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের ‘ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের চত্বরের উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। আসন্ন গণভোটে সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে ইমামগণ গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় ভূমিকা পালন করতে পারেন।”
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো: গোলাম মোস্তফার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন, ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক (ইফা, ঢাকা) মো: জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন।
সম্মেলনে বক্তারা আসন্ন গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ/না’ ভোটের প্রচারণায় ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। জেলার বিভিন্ন মসজিদ থেকে আসা ইমাম ও খতিবগণ এই প্রচারণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।