শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারিকরণ এ অঞ্চলের শিক্ষাব্যবস্থার জন্য একটি যুগান্তকারী অর্জন। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা সৃষ্টি হবে এবং শিক্ষা পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক তাঁর বক্তব্যে বলেন, সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারিকরণের ফলে বিদ্যালয়টিতে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অতিথিদের মাঝে বই উপহার প্রদান করা হয়।
পরে প্রধান অতিথি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।