
মোঃ ইউসুফ আলী চৌধুরী.রাজশাহী | রবিবার, ০৮ নভেম্বর ২০২০ | প্রিন্ট
“ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত শিখে যা আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায়” বাণীতে রাজশাহী পবায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” ¯েøাগানকে সামনে রেখে ‘৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও ¯’ানীয় সমবায়ী বৃন্দের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও ¯’ানীয় সমবায়ী বৃন্দের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি জনাব মোঃ আয়েন উদ্দিন, মাননীয় সংসদ সদস্য-৫৪
রাজশাহী-৩(পবা-মোহনপুর)রাষ্টীয় কাজে বাহিরে থাকায় প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেন জনাব মোসাঃ আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ পবা,রাজশাহী।পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন জনাব মোঃ ওয়াজেদ আলী খাঁন, ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ পবা,রাজশাহী।আলোচনা অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার জনাব মুহাঃ আবুল কাসেম মন্ডল, অতিথি গণের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, জনাব মোঃ জালাল উদ্দিন, সমবায় অফিসার(অবসর প্রাপ্ত), সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ
মনিরা বেগম, বড়গাছি মহিলা সমবায় সমিতি লিঃ ও জনাব মোঃ রেজাউল করিম, সম্পাদক, নলখোলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ। অনুষ্ঠানে সমবায় বিষয়ক ও বঙ্গবন্ধুর সমবায়ের উপর নির্দেশনা, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গঠনমূলক বক্তব্য আলোচনা হয়।এ অনুষ্ঠানে সর্বো”চ সিডিএফ প্রদানকারী হিসাবে তিনটি সমিতিকে যথাঃ বড়গাছী মহিলা সঃ সঃ লিঃ, পবা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপাঃ ক্রেডিট ইউঃ লিঃ, একতা মহিলা সঃ সঃ লিঃ এবং তিনজন সফল সমবায়ী হিসাবে সম্মাননা স্বারক জনাব মোঃ ওয়াজেদ আলী খাঁন, সভাপতি, উত্তরণ সঞ্চয় ও ঋণদান সঃ সঃ লিঃ, জনাব মোসাম্মাৎ আবেদুন্নাহার, সভাপতি, বন্ধন মহিলা সঃ সঃ লিঃ, জনাব মোসাঃ বেবী নাজমিন খাতুন, সম্পাদক, হ্যাপি সেভিং এন্ড ক্রেডিট কো-অপাঃ সোসাইটি লিঃ কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন পবা উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রিজিয়া সুলতানা ও সাজেদা বেগম ও অফিস সহকারী মোসাম্মৎ জহুরা আক্তার ।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।