বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

রাজশাহীতে বেতার কর্মকর্তা-কর্মচারি ও কলাকৌশলীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট

রাজশাহীতে বেতার কর্মকর্তা-কর্মচারি ও কলাকৌশলীদের মানববন্ধন

বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বেতারের কর্মকর্তা-কর্মচারি, শিল্পীসহ সকলস্তরের কলাকৌশলীরা। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী বেতারের সামনে এ মানববন্ধন করা হয়। রাজশাহী বেতারের বৈষম্যবিরোধী সমন্বয়ক কমিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনের শুরুতে ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

মানবন্ধনে বেতারের কর্মকর্তারা বলেন, বাংলাদশে বেতারের কর্মকর্তা-কর্মচারিরা দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার অবসান করতে হবে। ব্যাচ ভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করা, তথ্যক্যাডার একীভূতকরণ করতে হবে। বেতারের নিজস্ব মহাপরিচালক পদায়নসহ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে।

মানববন্ধনে বলা হয়, বৈষম্য ও বঞ্চনার কারণে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অনেক ক্যাডারের ৩৭তম ব্যাচের প্রবেশ পদ থেকে পদোন্নতি হলেও বেতারে এখনো ২৮তম ব্যাচের কারো পদোন্নতি হয়নি। মানববন্ধনে বেতারের সকল কর্মকর্তা-কর্মচারিদের বঞ্চনার অবসান ও তাদের দাবির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

বেতারের উপ-পরিচালক মনিরুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদশে বেতার, রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক উপ-পরিচালক হাসান আখতার, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, উপ-বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম, উপ-আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন, সংগীত প্রযোজক রুবেল খান্দকার, নাট্য প্রযোজক জুলফিকার আলি, তবলা বাদক মোকছেদ আহমেদ, পান্ডলিপি লেখক আব্দুর রাজ্জাক, দোতারা বাদক আব্দুল মালেকসহ বেতারের সকল কর্মকর্তা-কর্মচারি, নিয়মিত ও অনিয়মিত শিল্পি প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৯ আগস্ট ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins