
রংপুর ব্যুরো: | বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট
প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল মানহানির মামলায় আট বছর পরে খালাস পেয়েছেন। ৩০ মে মঙ্গলবার রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী মামলার রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১১ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলার পাতায় কাবিখার টাকা খাবি, খা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। মামলায় সাক্ষী করা হয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আনিছুল ইসলামসহ দলীয় স্থানীয় ৭ নেতা-কর্মীকে। বাদীসহ চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলায় উল্লেখ করা হয় প্রথম আলোয় ওই প্রতিবেদন প্রকাশের কারণে মামলার বাদী, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ও মামলার সাক্ষী আনিছুল হকের সুনাম নষ্ট হয়েছে। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সিরাজ আহম্মেদ, শিরিন আকতার ও তারিকুল ইসলাম। তারা বলেন, ন্যায়বিচার পেয়েছি। মামলার রায়ে সন্তুষ্ট। প্রথম আলো প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল বলেন, আদালতে ন্যায়বিচার পেয়েছি। সাড়ে ৮ বছর ধরে মানহানির মামলায় ঝুলে থাকাটা ছিল হয়রানিমূলক ও কষ্টদায়ক। মামলার বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, মামলার কাগজপত্র হাতে পাবার পর এ ব্যাপারে কথা বলা হবে।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।