
এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর: | শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
অভিযান চালিয়ে মজনু মিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। শুক্রবার মিঠাপুকুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন। গত ১০ আগস্ট বৃহ¯পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বিভিন্ন কায়দায় চিকিৎসা দিয়ে আসছে মজনু মিয়া। উন্নত চিকিৎসার নামে গ্রামের গরীব ও অসহায় রোগিদের চিকিৎসা দিতেন তিনি। ঔষুধে বিফল হলে করতেন ঝাড়-ফুঁক কবিরাজি। তিনি সব রোগের চিকিৎসা করতেন বলে জানান ভুক্তভোগীগণ।
গত ১৯ জুলাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে ছিল মজনু মিয়ার চেম্বারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মজনু মিয়া চেম্বার থেকে পালিয়ে যায়। পরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় ফার্মেসী সিলগালা করা হয়। এ ঘটনায় মনজু মিয়া ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে এমন ঘৃণিত কাজ থেকে বিরত থাকতে বলা হয়।
পরবর্তীতে আবারও মনজু মিয়া চেম্বার খুলে ডাক্তারি কর্মযজ্ঞ পরিচালনা করতে থাকে। অভিযোগের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডা.মোস্তাফিজুর রহমান, জেলা সেনেটারী ইন্সপেক্টর মাহবুব রহমান প্রমুখ। মিঠাপুকুর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা বিষয়ক কোন ডিগ্রী না থাকায় ভুয়া চিকিৎসক মজনু মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।