
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এর পরপরই পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দীর্ঘদিন পর পুষ্পস্তবক অর্পণে অংশ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। জেলা শাখার সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে বেধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এছাড়াও নরসিংদীর পৌর পার্কে বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন পালিত হবে দিবসটিকে কেন্দ্র করে। তবে সরকারি নির্দেশনা না থাকায় এ বছর কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ বেশ কিছু আয়োজন করা হয়নি।
Posted ৫:০১ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।