
সোহাগ ইসলাম নীলফামারী: | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
মিথ্যে মামলা করায় অভিযোগকারীর(বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেলে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এই দন্ড প্রদান করেন।
দন্ডিত আরিফ হোসেনের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মাস্টারপাড়া এলাকায়। সেখানকার মৃত. আজিজুল ইসলামের ছেলে তিনি।
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, ২০২০সালে মারধোর ও আটকে রাখার অভিযোগ এনে থানায় মামলা করেন আরিফ। মামলাটি তদন্তকালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যে বলে প্রতিয়মান হয়।
এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিথ্যে মামলা করায় অভিযোগকারীর(বাদীর) তিন বছর কারাদন্ড তিন হাজার টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড প্রদান করেন।
আদালত পুলিশ পরিদর্শক জিন্নাত আলী বলেন, দন্ডিত ওই ব্যক্তিকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।