বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

মাগুরার শালিখায় বাড়ছে গরু চোরের দৌরাত্ম, হতবাক গরুর মালিকরা

জসীম উদ্দীন, জেলা প্রতিনিধি,মাগুরা :   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট


অনেকেই কইছিল গরুডা বেছে ফ্যাল কিন্তু আমি গরুডা বেছলাম না শুধু মায়া লাগবেনে বলে । বারবার করে মনিগের বাবা কইছিল প্রদীপ-বিদ্যূতের গরু চুরি হয়ে গেছে তোমার গরুডা বেঁচে ফেলো। কীন্ত আমি গরু বেচলাম না কেন ? এই বলেই কান্নায় ভেঙে পড়েন মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের সুন্দরী। নয় মাসের গাভীন গরু চুরি হয়ে যাওয়াই অনেকটা হতভম্ব হয়ে পড়েছেন তিনি। গরু চুরি হওয়ার পরে খোঁজখবর নিয়েছেন কিনা বা থানায় অভিযোগ দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে সুন্দরীর স্বামী অনিল পরামানিক বলেন, খুঁজে আর কি লাভ , আর তাছাড়া আমার খোঁজার তো লোক নেই আমরা বুড়া বুড়ি দুইজন মিলে বাড়িতে থাকি মেয়েগুলো সব বিয়ে হয়ে গেছে আমার খোঁজার মানুষ নেই। ভগবান যা ভাল মনে করেছেন তাই করেছেন এই বলে তিনিও কান্নায় ভেঙে পড়েন।

খোজ নিয়ে দেখা শুধু অনিল পরামিনিকের নয়। গত দুই সপ্তাহের মধ্যে গোয়াল ঘরের তালা ভেঙ্গে শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের গ্যাড়ামাড়া গ্রামের বিদ্যুৎ এর ১টি গাভীন গরু, প্রদীপের ১টি এবং আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের উত্তম সরকারের ১টি, রাজকুমারের ১টি হালের গরু, হানিফের ১টি গরুসহ মোট ছয়টি গরু হাতিয়ে নিয়েছে চোরচক্র। এছাড়াও গত নভেম্বর মাসের ১৭ তারিখে শতখালী ইউনিয়নের মকবুল হোসেনের ১টি এবং ১৬ অক্টোবর তারিখে আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের জসীম উদ্দিনের ৩টি গরু চুরি হয়েছে। গাভীন গরু ও হালের গরু চুরি হয়ে যাওয়াই বাকরুদ্ধ হয়ে পড়েছেন গরুর মালিকরা। শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের গ্যাড়ামারা গ্রামের প্রদীপের স্ত্রী অন্তরিকা বিশ্বাস বলেন, ভাবছিলাম গরুডা বিক্রি করে বিভিন্ন দেনা পরিশোধ করব কিন্তু সেইডা আর সম্ভব হলো না।

১লা ডিসেম্বর গরু চোরেরা আমাদের দুইডা গরু চুরি করে নিয়ে গেছে এই বলে একই সঙ্গে শিশুদের কাঁদতে শুরু করেন প্রদীপ ও তার স্ত্রী অন্তরিকা বিশ্বাস। উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামের চন্দন সরকার বলেন, চলতি মাসের ১১ তারিখে আমাদের একটি ও আমার কাকার একটি গরু চুরি হয়েছে যার মূল্য ২ লক্ষাধিক টাকার উপরে। এব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মুঠোফোনে বলেন, সম্প্রতি গরু চুরির কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি এবং এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি গরু চুরি প্রতিরোধে আমরা পুলিশি টহল আরো জোরদার করেছি এবং বিট পুলিশিং অফিসারদের মাধ্যমে এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করছি।

Facebook Comments Box

Posted ২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins