
জসীম উদ্দীন,জেলা প্রতিনিধি, মাগুরা : | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
মাগুরার শালিখায় নাজমুল ইসলাম (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। গত ১৭/১২/২০২৪ তারিখ দৈনিক বাংলার নবকন্ঠ অনলাইন পত্রিকায় প্রকাশের পর । আজ বৃহস্পতিবার সকালে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রকাশ ঘোষ , এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স এক গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
আটক নাজমুল ইসলাম মাগুরা জেলা, শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোষা গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, আটক নাজমুল ইসলাম গরুচোর চক্রের একজন সক্রিয় সদস্য। আমরা একটি অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করেছি এবং চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৩:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।