
রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গড়তে জেলায় প্রথমবারের মতো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গবেষণা ২০২২ প্রকল্প থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার মোহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, মোহাম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, জেলা পরিসংখ্যান অফিসার আয়েশা আক্তার মিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান মো. বরকত আলীসহ অন্যরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯২ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে পরিসংখ্যান ব্যুরোর ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে। এই ট্যাবগুলোর মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাসের লেখাপড়ার পাশাপাশি ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে ভবিষ্যত স্মার্ট নাগরিক গড়তে ভূমিকা রাখবে বলে তিনি জানান।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।