
রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট
মাগুরায় এসজিএসপি-৩ প্রকল্পের আওতায় সদর উপজেলার আয়োজনে ১২টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১৫২ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসান এর সভাপতিত্বে ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যরা।
প্রধান অতিথি এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, আমাদের মেয়েরা পাবলিক গাড়িতে অথবা পায়ে হেঁটে অনেক কষ্ট করে স্কুলে আসে। যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। সাইকেলপ্রাপ্ত এসব মেয়েরা গ্রামে গ্রামে বাল্য বিবাহ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইভটিজিংসহ আত্মনির্ভরতার সক্ষমতা অর্জনে শুভেচ্ছা দূতের কাজ করবে। লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি-৩ এর আওতায় এ বাই-সাইকেল বিতরণ করা হলো।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।