
রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি : | মঙ্গলবার, ০২ মে ২০২৩ | প্রিন্ট
মাগুরায়-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলাকায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাজরাপুর আর্দশপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
হাজরাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার আরজিনা বেগম বলেন, দুপুরে ভ্যানগাড়ি চালিয়ে মাগুরা থেকে হাজরাপুর আর্দশপাড়া এলাকায় আসছিলেন আবুল। পথে সাইত্রিশ এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আশা রয়েল পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ভ্যানচালক আবুল গুরুতর আহত হন। স্থানীয়রা থাকে উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ঘাতক পরিবহনটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।