
খন্দকার আমির হোসেন' জেলা প্রতিনিধি | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৩ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন, নরসিংদীর উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। একই অনুষ্ঠানে মহান এই দিবস নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অথিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে একুশে ফেব্রুয়ারির পটভূমি তুলে ধরে এর তাৎপর্য অনুধাবনে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন এবং ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ গল্পের আলোকে মাতৃভাষা চর্চার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়াও নি সকল বয়সের মানুষের বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিবসটিকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি, বাঁধনহারা ও অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ৬:০৯ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।