
রুবেল, ময়মনসিংহঃ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ১ সদস্য গ্রেফতার করে।
পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকার কালিবাড়ী টোল প্লাজার সামনে হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর কতিপয় মোটরসাইকেল চোরদলের সদস্যরা চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করছে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) নিরুপম নাগ নেতৃত্বে অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর সংঘবদ্ধ চক্রের সদস্য ১। মোঃ আফজাল (২৩), পিতামৃত-জুবেদ আলী, সাং-দেওপুর কাজলাহাটি, থানা-করিমগঞ্জ,জেলা-কিশোরগঞ্জ,কে গ্রেফতার করে এবং আসামীর দখল হতে ০১টি লাল কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যার ইঞ্জিন নং- DHZCDB58120, যাহার চেসিস নং- MD2A11CZ6DOB42291 মূল্য অনুমানিক ১.০০,০০০/-(এক লক্ষ) টাকা চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
এবিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, এই চোর চক্রটি দীর্ঘদিন যাবৎ চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয়। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।জনসাধারণের উদ্দেশ্যে বলেন,যেকোনো মালামাল বেচাকেনার সময় যাচাই-বাছাই করে বেচা-কেনার জন্য বলেন। চোরাই মোটরসাইকেল সহ যেকোনো মালামাল বেচাকেনা অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।