
রুবেল, ময়মনসিংহঃ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পুলিশ জানায়, কোতোয়ালী মডেল থানা এলাকার রাঘবপুর, গাংপাড় বিসমিল্লাহ মৎস্য হেচারীর সামনে পাকা রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে দুই জন মহিলা মাদক ব্যবসায়ী ১। মালেকা বেগম (৪০), স্বামী-মোঃ আমির হোসেন, ২।মোছাঃ আকলিমা (২৬), স্বামী-লিটন, উভয় সাং-সুলতানপুর দক্ষিনপাড়া, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাক্ষনবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র নির্দেশে ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদ ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।