
নরসিংদী প্রতিনিধি | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ও দৌলতপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবীদ শাহাদত হেসেন বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মো. সফিকুল ইসলাম আপেল ও নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, এস,এম শাহান শাহ।
প্রধান বক্তা নরসিংদী জেলা কৃষক দলের সন্মানিত সদস্য সচিব, দিপক কুমার বর্মন প্রিন্স। নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. জুয়েল মোহাম্মদ কমল, মনোহরদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আলী আকবর, মনোহরদী উপজেলা কৃষক দলের সন্মানিত সদস্য সচিব মো. রায়হান উদদীন বাচ্চু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ মিয়া মো. বাসেত মেম্বার মো. রাসেল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের কৃষি উপকরণের অভাবে কৃষকের কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে। উন্নত মানের বীজ সার ও সেচের জন্য কৃষকেরা তাদের কৃষি উন্নয়নকে বেগবান করিতে সম্ভব হচ্ছে না। তাই তিনি এসব বিষয়ে সমাধানের কথা তুলে ধরেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উন্নয়নের দিকনির্দেশনা তুলে ধরেন খাল খনন, সেচ ও উন্নত মানের বীজ, কীটনাশকসহ ন্যায্যমূল্যে তাদের কাছে তুলে দেয়া হবে। তাই আগামী দিনে কৃষক ঐক্য গড়ে তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিপুল ভোটে জয়ী করতে হবে এবং বিভিন্ন এলাকার কৃষকেরা তাদের বক্তব্যের মাধ্যমে বিগত দিনের দুঃখ দুর্দশা কথা তুলে ধরেন।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।