
আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা: | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের আজহার মাতব্বর বাড়িতে বিধবা জুলিয়া আক্তারকে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্য মারধর ও তার বসত ঘরে কেরসিন দিয়ে পুড়ে ফেলার চেষ্টা অভিযোগ উঠেছে। প্রতিবেশি, স্বপন,তসলিম,মোশারফ, সৈয়দ মাতব্বর, আলাউদ্দিন সহ অজ্ঞাত আরো ৭/৮ জন এর বিরুদ্ধে।
গতকাল রাত ১২টা দিয়ে এই ঘটনা ঘটে। পরে প্রতিবেশিরা ওই নারীর ডাক চিৎকার শুনতে পেয়ে তারা এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে স্বপন কাছে জানতে চাইলে তিনি বললেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। গতকাল রাত আমি এলাকায়(বাড়ি) ছিলাম না। এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
Posted ৮:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।