
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | বুধবার, ০৭ জুন ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার একটি আইসক্রিম কারখানা থেকে কাপড়ের জন্য ব্যবহৃত রং উদ্ধার হয়েছে। বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব রং উদ্ধার করা হয়। এসব রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অভিযানে আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, বুধবার দুপুরে পৌর এলাকার শিমরাইলকান্দির জেসি সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানা বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।