
জসীম উদ্দীন,জেলা প্রতিনিধি, মাগুরা: | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বেসরকারি উন্নয়ন সংস্থা আশার মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী শাখার উদ্যোগে শিক্ষা সেবিকাদের দক্ষতা বৃদ্ধি করতে ত্রৈমাসিক শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শুরু হওয়া এ কর্মশালাটি আজ রবিবার বিকালে শেষ হবে। উপজেলার বুনাগাতী শাখার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উক্ত শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তোরাব আলী। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বুনাগাতী শাখার সহকারি শাখা ব্যবস্থাপক সৌমেন্দ্রনাথ বিশ্বাস, শিক্ষা সুপারভাইজার সুমন আলী। কর্মশালায় ১৫ জন শিক্ষা সেবিকা প্রশিক্ষণ গ্রহণ করেন।
যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পিটিআই ইন্সট্রাক্টর কাজী আবুল হালিম। উপস্থিত সেবিকাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে বুনাগাতী শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক তোরাব আলী বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ১৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৮০২ জন শিক্ষার্থীকে সঠিকভাবে শিক্ষা দান করে শিক্ষার্থীদের মান উন্নয়নে ভূমিকা রাখা।
Posted ৩:১১ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।