
প্রদীপ কুমার দেবনাথ, | রবিবার, ১০ মার্চ ২০২৪ | প্রিন্ট
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শরীফউদ্দীন মোমেন মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন। রবিবার (১০ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর ইউনিয়ন ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃজহিরুল ইসলামের সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজ রহমান মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাওসার কাজল,নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু,শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের অধ্যক্ষ মোঃ ইমরুল কয়েস, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ শামীম পারভেজ,নরসিংদী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাহানুল হক বাবুল,নারায়ণপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম শের আলী’সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ,ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে শরীফউদ্দীন মোমেন বলেন, আপনাদের ভালবাসা, সমর্থন আর দোয়া পেলে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করবো।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।