
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে মাহেন্দ্র ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন তিনি।
জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার গণমাধ্যম কে জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।
বেলাব থানা সূত্রে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।