
বাগেরহাট প্রতিনিধি | সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট
বাগেরহাটে র্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৯ মার্চ) বিকালে শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্য্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বেরকরা হয়।
পরে জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ বাকী তালুকদারের অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর থানা তাঁতী লীগের সভাপতি জাহিদুর রহমান,
সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর সহ প্রমুখ। এ সময় বাগেরহাট জেলা ও উপজেলা তাঁতী লীগের হাজার হাজার নেতা কর্মীউ পস্থিত ছিলেন। পরে কেক কেটে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
Posted ১২:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।