
এস এম মিজানুর রহমান স্টাফ রিপোর্টার,বাগেরহাট | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ৯ মামলার আসামি সন্ত্রাসী নয়ন কাজীকে গ্রেপ্তার করেছে। এসময় তার বসত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের দলটি। নয়ন কাজীর বাড়ি জেলা সদরের মুক্ষাইট গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মজিদ কাজীর ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ ইন্সপেক্টর এস এম আশরাফুল আলম জানান, রবিবার বিকালে সদর উপজেলার মুক্ষাইট গ্রামে নিজ বাড়ী থেকে ১টি অস্ত্র, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ নয়ন কাজীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও অস্ত্র মামলাসহ নয়টি মামলা চলমান রয়েছে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।