
নীলফামারী প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদ আদনান হাসান শাহারিয়ার কে তার ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি কল করে মারধোর ভয় -ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ শিক্ষক।
শিক্ষক শাহরিয়ার আদনান জানান হঠাৎ মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩) দুপুর ১২টায় আমার ব্যবহৃত ফোনে অজ্ঞাত দুই তিনটি নাম্বার থেকে ফোন আসে, একপর্যায়ে আমি রিসিভ করলে আমাকে ফোনে মারধোর ও প্রাণনাশের হুমকি প্রদান করে, তাই আমি ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি যেকোনো সময় তারা আমার ক্ষতি করতে পারে, আমি একজন সাধারণ শিক্ষক আমার সাথে কারো কোন ব্যক্তিগত শত্রুতা আছে বলে মনে করিনা।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।