
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবায় প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে সমিতি গঠন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) রাজশাহী জেলা শাখার আয়োজনে প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নামে একটি সমিতি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত কর্নহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সমিতির সভাপতি নুরুন নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর শাখা ব্যবস্থাপক আবুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইলিয়াস, আলহাজ,
তাজ আহম্মেদসহ অত্র সমিতির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, সমিতিতে জমাকৃত সঞ্চয় ভবিষ্যতের সম্পদ যা বিপদের দিনে আপনার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তাই সঞ্চয় করেন অসময়ে বিপদে আপদে আপনার কাজে লাগাবে। তরুনদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরোও বলেন চাকুরির পিছনে না ছুটে নিজের পায়ে দাড়ান নিজে কিছু করেন, উদ্যোক্তা হন,স্বাবলম্বী হন। আপনার উন্নয়ন মানে দেশের উন্নয়ন যা অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এসময় তিনি কালব ও তার অধিনস্থ গঠিত বিভিন্ন সমিতির উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Posted ৯:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।