
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহীতে পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নওহাটা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালব এর সহযোগিতায় ও পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ১০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, প্রধান আলোচক ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী, কালব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টারের সভাপতি আবু হানিফ ও সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস।
পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ট্রেজারার তোফাজ্জুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার, ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক, সেক্রেটারী মোঃ আব্দুস সালাম, ডিরেক্টর মোসাঃ দিলারা পারভিন ও মোসাঃ রুবাইনা আক্তার, কর্নাহার থানা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি নুরুন নবী, বড় আমগাছী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি তাজ উদ্দিনসহ পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।