
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে পবা উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জানুয়ারি) বিকেলে ৩ টায় দারুশা উচ্চ বিদ্যালয় হলরুমে পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি ও হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ তাজবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক এনতাজ আলী, সাবেক জেলা দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম রফিক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ সরকার, সাবেক জেলা আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্তাজ, সাংগঠনিক সম্পাদক আনারুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ রানা, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ,দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, সহ-সভাপতি আব্দুস সামাদ, হরিপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল রানা, হড়গ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুম আলম, বড়গাছী ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধরন সম্পাদক ওয়াদুদ আলী রুবেল, হুজুরীপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন শান্ত, আওয়ামী লীগ নেতা সুমন হকসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।