
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পবা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউণ্ডেশন সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ। এর আগে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা’র প্রতিনিধিবৃন্দ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পবা ফিল্ড সুপার ভাইজার মুসলেহুদ্দীন, পবা প্রতিনিধি রুহুল আমিন নুরী, আব্দুল হামিদ, ইমাম আব্দুল্লাহ, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, খায়রুল আমিন, শহিদুল ইসলাম, আবুল বাশার, আব্দুল হাকিম, মুজাহারুল ইসলাম, কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর নতুন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত যোগদান করেন। তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৮:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।