
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর পবায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা’র প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী।
পবা উপজেলা স্কাউট সম্পাদক ও দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম মুর্ত্তজা বাদশা’র সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিরিন মাহবুবা, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওমর আলী, মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হাসান রনু।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক সোহাগ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক নিলুফা ইয়াসমিন, সারাংপুর দাখিল মাদ্রাসা সুপার হাবিবুর রহমান, হাট গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার, কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইরুল ইসলাম, আফিনেপালপাড়া উচ্চ বিদ্যালয়
উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য পবা উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা আগামী মঙ্গলবার ১০ জানুয়ারি থেকে সোমবার ১৬ জানুয়ারি পর্যন্ত চারটি ভেন্যু মাসকাটা দিঘী উচ্চ বিদ্যালয়, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়, দারুশা উচ্চ বিদ্যালয়, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হবে।
Posted ১০:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।