
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এছাড়াও এদিন “শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্যে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন ও আলোচনা সভা। মানববন্ধন শেষে পবা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার।
পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ দিলু, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রাক্তন শিক্ষক ফজলুর রহমান, সদস্য সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান প্রমূখ।
এদিন উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রাজশাহী পবা উপজেলায় পাঁচ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেওয়া হয়।
ক্যাটাগরীর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা: মাহাবুবা আক্তার জাহান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা: কাঞ্চন আরা, সকল জননী নারী মোসা: হাসিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী মোছা: ছানুয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মোসা: মাসুয়ারা বেগম।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির পলাশ হিউবাট বিশ্বাস, সচেতন সোসাইটি রাজশাহীর উপ-পরিচালক এটিএম শাহরিয়ার ইসলাম, পবা এলাকা ব্যবস্থাপক মামুনর রশিদ, শাখা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম, আব্দুর রউফ, মনোয়ার হোসেন, আরিফ হোসেন, পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বায়া স্কুল এন্ড কলেজের শিক্ষক সারোয়ার জাহান প্রমূখ।
এছাড়াও দিবসটি পালনে অংশগ্রহন করেন বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, সচেতন সোসাইটি, ডাসকো ফাউন্ডেশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ৭:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।