
ফিরোজা ইকবাল , নোয়াখালী : | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
“গাছ লাগিয়ে যত করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী, পুরস্কার ও উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার সমাপনী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম ও নার্সারী মালিকদের পক্ষে বক্তব্য দেন গিয়াস উদ্দিন।
এসময় তিনটি নার্সারিকে পুরস্কৃত করা হয় এবং উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। ফারুক নার্সারি (দত্তের হাট) প্রথম, গুরু দয়াল নার্সারি দ্বিতীয় এবং সালমা নার্সারি তৃতীয় পুরস্কার লাভ করেন।
নোয়াখালী জেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত বৃক্ষমেলায় এবছর মোট ৭টি স্টলে ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন ফুলের চারা বিক্রির জন্য বৃক্ষমেলায় অংশ নিয়েছে।মেলায় ১৪ হাজার গাছের চারা বিক্রি হয়।সমাপনী অনুষ্ঠানে মাইজদী এসএফএনটিসির ২০জন উপকারভোগীদের মধ্যে ৩৩,২৩৭ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী
তারিকুর রহমান,সার্বিক দায়িত্বে ছিলেন সদর রেঞ্জ অফিসার এএসএম মহি উদ্দিন চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইব্রাহীম খলিল।
Posted ৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।