
মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
শেরপুরের নালিতাবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষ তেপান্তরে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) মো: আব্দুল লতিফ মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মহিউদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক অফিসার জাহাঙ্গীর কবির, শিক্ষকনেতা মোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ।
এছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেসিক প্রোগ্রামীন,আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Posted ৯:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।