
আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
“মিলি হাজার স্মৃতির মেলায়” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণঢ্য র্্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়ে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির, সভাপতি ও দৈনিক খবরের কাগজ এর সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ও একুশে পদকে ভূষিত অধ্যাপক, মোঃ রফিকুন নবী (রনবী) সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ, মোঃ শরিফুল ইসলাম, নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, মোঃ জিল্লুর রহমান, জেলা শিক্ষা অফিসার, আঃ মতিন, নাচোল সরকারি কলেজের সাবেক, অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ, মোঃ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দুলাল উদ্দিন খান, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও সাবেক প্রধান শিক্ষক ইয়াসমিন আলী, স্বপ্নদ্রষ্টা ও সাবেক সহকারী শিক্ষক, এ্যাডভোকেট মইনুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, সাদিকুল ইসলাম, নাচোল সরকারি ডিগ্রী কলেজের, সহকারী অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ সাদিকুল ইসলাম সহ আরো অনেকেই।
পরে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, সাবেক শিক্ষক, জমিদাতা, উদ্যোক্তা সহ ৭জনকে সম্মাননা স্মারক ও মরন্তাদের আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণ জয়ন্তী কমিটির যুগ্ম আহ্বায়ক, আবু তাহের খোকন এবং এসএ টিভির উপস্থাপক ও সংবাদ পাঠক রুপা নুর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Posted ৬:২১ অপরাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।