
খন্দকার আমির হোসেন: | সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো সজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা শিবপুর আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় মাদকদ্রব্য বিক্রয় সেবন, কিশোর গ্যাং, সন্ত্রাস, সড়ক দুর্ঘটনা রোধ, বিদ্যুতের লোডশেডিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সভায় আরোও বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন নিপুন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম সহ সকল দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ।
Posted ৭:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।