
| বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: আজ বুধবার নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে পুরাতন ব্রহ্মপুত্র নদের শেখেরচর (বাবুরহাট) অংশে সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনার তালিকা তৈরি ও সার্ভে কার্যক্রম শুরু করা হয়।
এছাড়া গতকাল বুধবার জেলা প্রশাসকের নির্দেশে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।
এ সময় মেহেরপাড়া ইউনিয়ন ভূমি অফিসের চৌয়া মৌজায় ১৬৩ নং দাগে ০১ নং খাস খতিয়ান ভূক্ত ৬৮ শতাংশ জমি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০২ কোটি ৪ লক্ষ টাকা ) এবং মেহেরপাড়া মৌজায় ২৩৮ নং দাগে মালিকানাবিহীন ০৬ শতাংশ অর্পিত সম্পত্তি (যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়। সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে নরসিংদী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৭:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।