
নরসিংদী জেলা থেকে খন্দকার আমির হোসেন” | সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী সরকারি কলেজে প্রাক্তন অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,। সভাপতিত্ব করেন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত। শিক্ষার্থী স্বর্ণালীর উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ রাসেল আহমেদ, সিনিয়র শিক্ষক মোঃ নূরে আলম খান, মোঃ আলমগীর হোসেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ মানপত্র পাঠ করেন সুবর্ণা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করে সুমাইয়া আক্তার সেতু।
আলোচনা শেষে শিক্ষার্থীদের শুভকামনা দোয়া করেন হাফেজ মাওমানা জয়নুল আবেদীন। পরে প্রধান অতিথি হামদ নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবছর নরসিংদী আইডিয়াল হাই থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।
Posted ২:৪২ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।