
নরসিংদী জেলা প্রতিনিধি : | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর পলাশের রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাব এলাকার রেললাইনের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সাবইন্সপেক্টর নাজিবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম সুমন সাহা (৩৫)। তিনি পলাশ উপজেলার জিনারদীর রাবানের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
আনসার ভিডিপি সদস্য ও স্বজনরা জানায়, শনিবার ভোরে কাজের সন্ধানে বাসা থেকে বের হয় সুমন । এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্দের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সাবইন্সপেক্টর নাজিবুর রহমান জানান, এটা হত্যা না ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। ময়নাতদন্তের পর ঘটনাসম্পর্কে বলতে পারবো।
#
Posted ২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।